বাংলা শর্ট ক্যাপশন: ২০০+ নতুন শর্ট ক্যাপশন ২০২৫ - caption bio
হ্যালো বন্ধুরা,
আজকের পোস্টে আমি নিয়ে এসেছি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য কিছু অসাধারণ শর্ট কেপশন।
বর্তমান সময়ে আমরা প্রায় সবাই ফেসবুক, ইনস্টাগ্রাম বা হোয়াটসঅ্যাপে নিজেদের মুড, অনুভূতি বা কিছু স্পেশাল মুহূর্ত কেপশনের মাধ্যমে প্রকাশ করতে ভালোবাসি।
তবে সবসময় মাথায় ঠিকঠাক কেপশন আসে না—তাই তোমাদের জন্য এখানে সাজিয়ে দিলাম কিছু স্পেশাল কেপশন, যেগুলো তুমি ব্যবহার করতে পারো নিজের পোস্টে, স্টোরিতে কিংবা প্রোফাইলে।
কিছু কেপশন হবে আবেগঘন, কিছু কষ্টের, কিছু রোমান্টিক—তবে সবগুলোই বর্তমান সময়ের সঙ্গে মানানসই
তাহলে চল শুরু করা যাক!
বাংলা শর্ট ক্যাপশন ২০২৫
❥༊ যদি ল'ক্ষ বার জি'জ্ঞেস করো কি চাই? আমি নি'র্দ্বি'ধা'য় বলবো আমি শুধু তোমাকে চাই💙 ツ
❥༊ একবার কারোর মায়ায় আ'টকে গেলে, দ্বিতীয়বার আর কাউকে ভালো লাগে না!🖤😊 ツ࿐
❥༊ তুমি ব'ড্ড অ'বেলায় এলে- একটু বেশিই দেরি করে ফেলেছো..! ツ࿐
❥༊ ইশ, যদি আয়না হইতাম! প্রতিদিন আপনারে মন ভরে দেখতে পাইতাম...☺️ ツ࿐
❥༊ থেকে যাও ঠ'কবে না কখনোই!'😌🌸 ツ࿐
❥༊ আমার জীবনের গল্পের সেই মানুষ তুমি যার প্রতি আমি প্রতি সে'কে'ন্ডে মা'য়ায় পড়ি।🥺❤️ ツ࿐
❥༊ রেখে দাও না আমাকে তোমার করে, আমি থাকতে চাই তোমার পুরো শহর জু'ড়ে!'❤️🩹😌 ツ࿐
❥༊ তুমি আমার হৃ'দয়ের গহীনে খুব য'ত্নে করে আগলে রাখা ফুল!'😊🌸 ツ࿐
বাংলা শর্ট ক্যাপশন নতুন
❥༊ তুমি এসো কোনো এক শুকনো মৌসুমে বৃষ্টি হয়ে আমার রংহীন শহরে!🖤🌧️ ツ࿐
❥༊ আমি তোমার জন্য য'ত্নবান এবং বি'শ্বস্ত হবো, তুমি আমার হয়ে থেকে যেও অ'নন্তকাল!'🖤🌸 ツ࿐
❥༊ তুমি কী একটুও বুঝো না, তোমার অ'নুপস্থিতিতেই আমি সবচেয়ে বেশি ভে'ঙে পড়ি!'😌🌸 ツ࿐
❥༊ তার ভ'য়েস শু'নলে আলাদা একটা শা'ন্তি লাগে। তারে ক'ল্পনা করলেও বা'স্তবের মতো স্বা'দ মিলে আমার!'❤️🌸 ツ࿐
❥༊ রি'ম ঝি'ম বৃ'ষ্টি , এমন ওয়েদারে একটা তুমির অ'ভাবে ভিতরে তু'ফান বইছে 🥺💗 ツ࿐
❥༊ আপনার চাওয়া প্রিয় মানুষটাকে, কেউ একজন না চেয়েই পেয়ে যাবে!😊💔 ツ࿐
❥༊ আমি অ'পেক্ষা করে শূ'ন্য হাতে ফিরে আসা মা'নুষ গুলোর মধ্যে একজন!😊💔 ツ࿐
❥༊ তবুও সে জানুক পৃ'থিবীর কোনো এক প্রা'ন্তের ক্ষু'দ্র একটা মানুষ আজও তাকে অ'সম্ভব ভালোবাসে!❤️🩹 ツ࿐
অন্য পোস্ট পড়ুন- ফেসবুকের জন্য সেরা ক্যাপশন। রোমান্টিক কেপশন। মেয়েদের মেহেদি ডিজাইন।
বাংলা শর্ট ক্যাপশন stylish
❥༊ হোক সে নিজের ছা'য়া। যেখানে গু'রুত্ব নাই, সেখান থেকে দূ'রত্ব বাড়ান, দিনশেষে সুখটা ভিষণ দামী 🙂🖤 ツ࿐
❥༊ জীবনে সব কিছু ছেড়ে দেওয়া যায়। কিন্তু মা'য়া আর ভালোবাসা কখনো ছেড়ে দেওয়া যায় না!'😌🌸 ツ࿐
❥༊ আমি ভাই রিয়েল লাইফে ও একা সো'শ্যা'ল মিডিয়ায়'তেও একা!😊💔 ツ࿐
❥༊ আমি এমন ছিলাম না, যেমন আজ। হা'রিয়ে যাওয়ারও কথা ছিলোনা, তবুও হা'রিয়ে গেলাম স্ব-ইচ্ছায়!😊💔 ツ࿐
❥༊ বহুদিন পরে দিবস-রজনী যেন বি'ষাদে ছেয়ে গেছে, হয়তো হা'রানো সেই হৃ'দয়ের কথা মনে পড়েছে। 💔 ツ࿐
❥༊ প্রিয় মানুষের কাছে থেকে ফুল পেয়েছেন কখনো? শুধু ফুল দিতে না সে আমায় ফুলের মতো রাখতে জানে!'😌🌸 ツ࿐
❥༊ এক গু'চ্ছ দুঃ'খ দিও, কিন্তু তোমাকে অন্য কারো সাথে দেখার য'ন্ত্র'ণা দিও না! 🖤 ツ࿐
❥༊ আমায় সারা জীবন আগলে রেখো প্রিয় কারণ তোমাকে ছাড়া আমি যে ব'ড্ড অ'সহায়।🥺🖤 ツ࿐
❥༊ একজন পু'রুষ তখনই ভা'গ্যবান, যখন তার শখের না'রী তাকে ছাড়া আর অন্য কিছু বোঝে না!'💜🌸 ツ࿐
❥༊ বহুজনের মাঝে থাকা স'ত্বেও নি'র্দিষ্ট একজনের দিকে তাকিয়ে থাকার নাম-ই হলো প্রেম 🌸🖤 ツ
বাংলা শর্ট ক্যাপশন sad
❥༊ থাক ব্যাপার না আমি আসলেই একটা বি'র'ক্তি' কর পার্সন,সবাই বি:র'ক্ত হয়ে যায় আমার উপর!💔😅 ツ࿐
❥༊ নে'শার প্রাথমিক স্ত'র তুমি, স'র্বোচ্চ স্ত'র হলো তোমার স্প'র্শ 🦋🖇️💗 ツ࿐
❥༊ যার জী'বনে পূ'র্ণতার চেয়ে অ'পূর্ণতার গল্প বেশি তার কাছে ব্য'র্থতার আরেক নাম ভালো আছি!'😌🌸 ツ࿐
❥༊ যখন প্রয়োজন হয় ; তখন মানুষের ব্য'বহারও মু'খের ভা'ষা সুন্দর হয়!🙂❤️🩹 ツ࿐
❥༊ না'রী তার শখের পু'রুষের কাছে শুধুমাত্র য'ত্ন খোঁ'জে!'😌🌸 ツ࿐
❥༊ প্রেম মানে আমাদের গ'ল্পের প্রতিটি পাতায় একটি নতুন সূর্যোদয়। ツ࿐
❥༊ তারপর অনেক দিন কথা হয়'নি, আর হবেও না। শুধু মনে থাকবে এক সময় আমাদের অনেক কথা হতো!'😅🌸 ツ࿐
❥༊ মানুষের প্রিয় হতেও অ'র্থনৈতিক যো'গ্যতা লাগে, অ'র্থ শূ'ন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না।😊💔 ツ࿐
❥༊ তুমি আমার হলেই আমি সা'র্থক, এর থেকে বেশী কিছু চাইবার নেই!'😌🌸 ツ࿐
বাংলা শর্ট ক্যাপশন Love
❥༊ এক জন ২২ বছরের ছেলের কাছে তুমি যা চাচ্ছো,,তা পেতে তোমার বাবার ৬০ বছর লেগেছে। 😊❤️🩹 ツ࿐
❥༊ শুধুমাত্র এতটুকু সফল হতে চাই, যাতে তোমাকে নিয়ে সকল স্ব'প্ন পূ'রণ করতে পারি। এটাই য'থেষ্ট!'🤍✨ ツ࿐
❥༊ আমার হওনি তো কি হয়েছে, সুখী হও!'😌🌸 ツ࿐
❥༊ আমি তোমাকে আ'জীবন মনে রাখবো, একজন প্র'তা'র'ক হিসেবে।😊💔 ツ࿐
❥༊ তুমি শুধু আমার ভালোবাসা নও, তুমি আমার জী'বনের সব সুখের অ'নুভূতি!'💙😊 ツ࿐
❥༊ অনেক বছর পর! অনেক কিছুই বদলে যায়, যেমন - ডাকনাম, পরিচয়, সম্পর্ক,অধিকার 🖤 ツ࿐
❥༊ তুমি আমার সেই না'রী, যার চাহনি আমার অ'ন্তরে এক অ'দ্ভুত মা'য়া সৃ'ষ্টি করে!'😌🌸 ツ࿐
❥༊ খুব শ'ক্ত করেই বেঁ'ধে রাখলে আমায়,তবে একটুখানিও ভালোবাসলে না, বেঁ'ধে ছিলে নিজের শ'খের জন্য.!💔 ツ࿐
বাংলা শর্ট ক্যাপশন রোমান্টিক
❥༊ আমার বে'চেঁ থাকার প্রা'র্থনাতে, বৃ'দ্ধ হতে চাই তোমার সাথে!🤍 ツ࿐
❥༊ তোমার হাসি হলো আমার জী'বনের সবচেয়ে সুন্দরী নোট..!😊 ツ࿐
❥༊ অনেকদিন থাকেন, এই ধরেন ম'ইরা যাওনের আগ প'র্যন্ত! 🖤 ツ࿐
❥༊ দিন শে'ষে আমার তোমাকেই লাগবে!'😌🌸 ツ࿐
❥༊ চেয়েছিলাম তোমায় ছা'য়ার রূ'পে, থেকে গেলে মা'য়া হয়ে। 🌸❤️🩹 ツ࿐
❥༊ সে তার পরিবারের কথাও ভাবলো ভ'বিষ্যতের কথাও ভাবলো, ভাবলো না শুধু আমার কথা'টা।😊💔 ツ࿐
❥༊ খুব বেশি প্রেম না থাকুক। যে টুকু থাকুক সবটা যেনো স'ত্যি হয়। যতটুকু ভালোবাসা থাকুক তবে তা যেনো চি'রস্থায়ী হয়। হুট করে জীবনে এসে অনেক বেশি ভালোবেসে আবার হ'ঠাৎ করে হা'রিয়ে না যাক। মানুষটা আসুক ধীরে কিংবা দেরিতে। তবে থেকে যাক শে'ষ অব্দি। রোজ ভালোবাসুক একটু একটু করে!'😊🌸 ツ࿐
❥༊ মে'য়েরা তাঁর প'ছন্দের মানুষের সাথে, খোঁ'চা দিয়ে কথা বলতে ভালোবাসে!'❤️😊 ツ࿐
❥༊ আমি খুব সহজ করে দিয়ে ছিলাম আমাকে ভালোবাসতে, কিন্তু তুমি নিজেই ক'ঠিন করে নিয়েছো! ツ࿐
❥༊ কাউকে ভালোবাসলে খুব বেশি ভালোবাসুন, ভালোবাসার পরেও ভালোবাসুন, হোক না ছোট্ট খাটো ঝ'গড়া- ঝা'মেলা তারপরও ভালোবাসুন!'😊🌸 ツ࿐
❥༊ আমার শহরে মি'থ্যুকের প্রবেশ নি'ষি'দ্ধ 🖤 ツ࿐
❥༊ এই ধুলোমাখা শহরে তুমি আমার জী'ব'ন্ত শা'ন্তি!'🖤😊 ツ࿐
❥༊ হাসি মুখটা দেখে বোঝো না, ভেতরে আমি কতটা ভা'ঙা মানুষ!'💔😅 ツ࿐
❥༊ নি'র্দিষ্ট একজনে তৃ'প্ত থাকার মতো আ'নন্দ কিংবা সুখ পৃ'থিবীর আর অন্য কোনো কিছুতেই নেই!'😌🌸 ツ࿐
শর্ট ক্যাপশন
❥༊ সে ছিলো মা'য়ার কারিগর" আর আমি তার মা'য়ায় আ'টকে যাওয়া ক'য়ে'দী.!😊💔 ツ࿐
❥༊ আমি বড়ই লো'ভী ; এতো কিছু থাকার পরও শুধু তোমার অ'ভাবেই ভো'গী!😅💔 ツ࿐
❥༊ তুমি এসো কোনো এক শু'কনো মৌ'সুমে বৃষ্টি হয়ে আমার রংহীন শহরে!🤍 ツ࿐
❥༊ আমি অপেক্ষা করে শূ'ন্য হাতে ফিরে আসা মানুষ গু'লোর মধ্যে একজন!🙂💔 ツ࿐
❥༊ এমন একজন মানুষ আমার হোক, যে হা'ত ধ'রে বলবে যত ঝ'ড় আসুক, তুমি সাথে থাকলে দুজনে মিলে ঠিক সামলে নেবো..!!🌸❤️ ツ࿐
❥༊ জীবনে এমন কেউ নেই যে আমার চো'খের দিকে তাকিয়ে বলবে" এতো ক'ষ্ট কিসের তোমার, আমি তো আছি.! 😊🖤 ツ࿐
বাংলা শর্ট ক্যাপশন নতুন
❥༊ আমি নিজেকে সব জায়গা থেকে সরিয়ে নিয়েছি, বন্ধুত্ব, আত্মীয়তা কিংবা পছন্দের মানুষ জন।😊💔 ツ࿐
❥༊ দুঃখ তো কারো কারো জীবনে নিত্যদিনের সঙ্গী-বটে!💔😅 ツ࿐
❥༊ আফসোস রাখতে নেই! কিন্তু অল্প বয়সে করা কিছু ভুল, মৃ"ত্যু না হওয়া পর্যন্ত কাঁদাবে।😊💔 ツ࿐
❥༊ একদিন হুট করেই দেখবেন, আপনার জন্য কান্না করা মানুষ টাও আপনাকে ছাড়া দিব্যি ভালো আছে!😊💔 ツ࿐
❥༊ মায়াবতী আমি তো হারিয়ে যাবো স্মৃতি ময় কালো আঁধারে "তুমি না হয় ভালো থেকো অন্যের শহরে.! 😅💔 ツ࿐
❥༊ হঠাৎ করেই একদিন হারাবো; কোথায় আছি, কেমন আছি কেউউউ জানবে না!😊💔 ツ࿐
❥༊ জীবনের অনেক পথ... হেঁটে এসেছি, দেখেছি.. মানুষ স্বার্থে সম্পর্ক বানায়।😊💔 ツ࿐
❥༊ দিন শেষে ভালো থাকতে চাইলে ,আপনার সমস্ত মন খারাপগুলা হেসে উড়িয়ে দিতে হবে!❤️🩹🌸 ツ࿐
❥༊ প্রত্যেকটা মানুষের দুইটা গল্প থাকে— একটা সে সবাইকে শুনায়, আরেকটা সে লুকায়!❤️🩹🌸 ツ࿐
❥༊ কিছু মন খারাপের কোন ব্যাখ্যা হয় না, শুধু নিশ্বাস নিতে কষ্ট হয় 😊💔 ツ࿐
❥༊ তারপর-হেঁসে হেঁসে তাকেও ছেড়ে দিয়েছি " যাকে আমি প্রতি নিয়ত কান্না করে চেয়েছি.!😅💔 ツ࿐
❥༊ আজব ভাবে চলছে এই জীবন টা ভাবছি এক.! করছি এক! হচ্ছে এক.! পাচ্ছি এক.!💔😅 ツ࿐
❥༊ তুমি ভালোবাসার অভিনয় করে, আমাকে ভেঙে চুরমার করে দিয়ে গেলা।😅💔 ツ࿐
❥༊ কিছু কথা কাউকে বলা যায়না, শুধু বুকের মধ্যে বয়ে বেড়াতে হয়।😅💔 ツ࿐
❥༊ আপনি খুব সুন্দর নিজের যত্ন নিন, অন্যের জন্য নিজের মস্তিষ্ককে কষ্ট দিবেন নাহ্.!😊❤️🥀 ツ࿐
উপসংহারঃ
আশা করি এই কেপশনগুলো তোমাদের ভালো লেগেছে। জীবন যেমনই হোক, আমরা সবাই চাই—নিজেকে একটু একটু করে প্রকাশ করতে।
সেই প্রকাশ যদি হয় কিছু শব্দের মাধ্যমে, তাহলে এই কেপশনগুলো তোমার অনুভূতি পৌঁছে দিতে পারবে সবার কাছে।
তোমার প্রোফাইল হোক একেবারে ইউনিক, মুড হোক আরও এক্সপ্রেসিভ!
আর হ্যাঁ, যদি এই পোস্ট ভালো লাগে—তাহলে শেয়ার করতে ভুলোনা। তোমার একটা শেয়ারই হয়তো কারও মন ভালো করে দিতে পারে!-😊