নীরবতা নিয়ে স্ট্যাটাস | নীরবতা নিয়ে উক্তি, ছন্দ ও সেরা স্ট্যাটাস

 

নিরবতা কখনো একটুখানি শান্তি,
আবার কখনো এক বিশাল চিৎকার…
অনেক কথাই বলা যায় না শব্দে,
সেগুলো রয়ে যায় চোখে, মনে, কিংবা দীর্ঘশ্বাসে।
এই পোস্টে এমন কিছু "নিরবতা স্ট্যাটাস" শেয়ার করা হলো,
যেগুলো তোমার মনের না বলা কথাগুলো যেন নিঃশব্দেই বলে দেয়... 💭💙🥀

নিরবতা নিয়ে স্ট্যাটাস

✿-ব্যাস্ত শহরে ব্যাস্ত মানুষের ভিড়ে..!🌼🥰✧নিরবতা রয়েছে আমাকে ঘিরে!🙂😊💛⋆⃝𝄞♡ 
মানুষ নীরবতা আর অভিমানের ভাষা বুঝে-না বলেই! পৃথিবীতে আজ এত বিচ্ছেদ।😥😥 
রক্তে’র দাগ দেখে গেছে-কবিতা…!🙂তাইতো, কবি’র ‘মন-মস্তিষ্ক জুড়ে এত – নীরবতা..!😊 
নীরবতা কথা বলে যখন শব্দ নিজের থেকে চুপ হয়ে যায় 🌸 
✺ ༅༎ বলার তো ছিলো অনেক কথা ♡🌻♡ কিন্তু বেছে নিলাম নিরবতা ༎༅──∙✺ ❥ ᭄ ┼─★ 
প্রতিটি༅মানুষই༅,তার༅নিজের༅পরিস্থিতির༅সাথে༅লড়ছে༅, তাই༅প্রতিটা༅নিরবতা༅ইগো༅নয়..!! 🙂 
আমার༅নিরবতা༅তোমার༅হৃদয়স্পর্শ༅করতে༅পারে ༅নি। তাই༅আমি༅শব্দ༅দিয়েও༅তোমায়༅বুঝানোর༅চেষ্টা༅করিনি༅༅শুধু༅নিরবে༅চলে༅এসেছি…😅💔 
যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে, সবারই বিচার হয় অপেক্ষা শুধু সঠিক সময়ের.!🙂 
একটা মানুষকে সারাদিন মিস করা, তাঁকে ফিল করা, তাঁর জন্যে নিজের ভেতর প্রতিনিয়ত কি চলে সেটা তাঁকে বুঝাতে না পারার মতো বাজে অনুভূতি দুনিয়াতে আরকিছু হতে পারে না!🖤 
কারো পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার না করা পৃথিবীর সবচে বড় ম‍্যাচুরিটি! 🤍

নীরবতার কিছু ক্যাপশন

এই নিরব আকাশের দিকে তাকিয়ে চাদের সাথে কথা বলতে ভালো লাগে 😅💔 
পুরো একটা জীবনে একটাই প্রশ্ন আমার আপনার কাছে ' কেন ছেড়ে গেলেন..!😅💔 
ওই জানালার দিকে আমি প্রতিদিন তাকাই, যেখানে কেউ ছিল... আর আজ নেই, শুধু অভিমান রয়ে গেছে।💔😔 
তোমার বিদায়ের কৌশলটা খুব সুন্দর ছিল ' মনে রাখবো জীবনের শেষ সময়টা পর্যন্ত.!😅💔 
আসলে চরিত্রহীন তো আমি!
দেখো তুমি অন্য কারো জেনেও আমি তোমাকে ভালোবেসে যাচ্ছি, কোনও ভালো মানুষ কি কখনও অন্য কারো ভালোবাসার মানুষকে ভালোবাসে? নাকি তাকে নিয়ে স্বপ্ন দেখে?😅🥀 
আমাকে দেখো যখন খারাপ লাগে হাসি.যখন ভালো লাগে তখনও হাসি,বুচ্ছোনা💔💔 
শখের জিনিস সব সময় সাধ্যের বাহিরে থাকে..!😅❤️‍🩹

নিশ্চুপ নিরবতা নিয়ে স্ট্যাটাস

এক রাস দীর্ঘশ্বাস ছেড়ে বলতে 
চাই আলহামদুলিল্লাহ ভালো আছি !!😅😅 
ধূলো ছিলো আমার চেহারায়, অথচ আমি সারাক্ষণ আয়না পরিষ্কার করে গেলাম...💔😔 
যার জন্য ধং'স হইলাম সে আর দেখলো কই, যে টা দেখলো তাও নাকি অভিনয়।😅🥀 
যার চোখে ঝড় ছিল, সে-ই আজ সবচেয়ে শান্ত.!❤️‍🩹😔 
জেদ নিয়ে যারা হারিয়ে যায় 
তারা কখনোই ফিরে না ..!!🖤😅 
অভিযোগ জমিয়ে রাখে নেই!!
হয় ক্ষমা করে দিতে হয়, না হয় সরে আসা লাগে।
আমি ক্ষমা করবার মতন মহত্ত্ব নিয়ে পৃথিবীতে আসিনি। তাই সরে আসি নিঃশব্দে নিঃর্শতে এবং গোপনে 🙂
আক্ষেপ জমতে জমতে একদিন মন থেকে উঠে যাওয়ার যে ব‍্যাপার টা-🙂🥀
-আমরা যাদের হারিয়ে যন্ত্রণা পাই, তারা আমাদের থেকে বেঁচে গিয়ে সুখ উদযাপন করে.!🙂💔 
ছায়ার নিচে দাঁড়িয়ে বুঝেছি, আলো কারও জন্য থেমে থাকে না... ঠিক যেমন থেমে থাকে না কারোও জন্য সময়.!🖤😔 
সব পাখি তবু ফিরে যায় নীড়ে , নীড় হারা তুমি কোন বেদনা উড়াও ?🙂🥀

নীরবতা স্ট্যাটাস

শেষ বেলায় আমিও শূন্য যাকে চেয়েছিলাম…🖤🥀সে অন্যকে নিয়ে পরিপূর্ণ 😊💔আর আমি রয়ে গেলাম নীরবতা নিয়ে ব্যস্ত ☹️😞 
ঘুম থেকে উঠেই হারিয়ে যাওয়া মানুষটার কথা মনে পরার যে ব্যাপার টাহ.!😊💔 
থাকুক যার যেভাবে শা'ন্তি মিলে, কাউকে তো কিছুই বুঝাতে পারলাম না তাই নিজেই নিজেকে বুঝিয়ে নিলাম, সব কিছু নিজের ভাবতে নেই...!😅💔 
কিছু সম্পর্কের অবস্থান ঠিক এমন জায়গায় পৌঁছেছে,
যে কোনো একজন নত না হলে, বি'চ্ছেদ অনিবার্য.!💔 
তিতা হলেও সত্য যে;

“ মানুষ তার খারাপ সময়ে বরাবরই একা ”❤️‍🩹 
আজকাল মানুষ সম্পর্ক চায় কিন্তু সময় দিতে জানে না, গুরুত্ব পেতে চায় কিন্তু গুরুত্বদিতে জানে না ! 😊💝 
চোখ আর কপালের সম্পর্ক বড়োই অদ্ভুত, চোখে যেটা ভালো লাগে কপালে সেটা থাকে না!💔😅 
নির্দিষ্ট কিছু আইডি নাম্বার দেখলে, না চাইলেও বুকের ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস আসবেই!😊💔 
একটা সময়ের পর মানুষ পুরোপুরি বুঝিয়ে দেয়,
আগে চিনতাম, এখন চিনি না! 🙂❤️‍🩹 
— মনে রাখবো না, রাখবো না, বলেও,
দিনে'র পরে দিন, বহুদিন মনে'ই থেকে গেলে!🙂❤️‍🩹

নীরবতা ফেসবুক স্ট্যাটাস

কিছু কিছু নীরবতা অকারণে হয় না.. 🙂যন্ত্রণাটা এমন যে আওয়াজটাই কেড়ে নেয়..!🥺 
অপেক্ষা করতে করতে যারা অভ্যস্ত, তাদের ঘড়ি কখনো সময় দেখায় না, দেখায় শুধু স্বপ্ন!❤️‍🩹🙂 
-স্মৃতিগুলো যেনো উড়ে যাওয়া পালকের মতো, ধরতে চাইলেও ধরা যায় না, শুধু বাতাসের সাথে বয়ে যায় আর মোনকে উদাস করে তোলে.!🥲❤️‍🩹 
যদি আমি একবার নিজেকে ব'দ'লে ফেলি, তাহলে তুমি আর কখনও সেই পুরনো আমিকে দেখতে পাবে না...!💔🙂 
🌼☁️__𝗧𝗿𝘂𝘀𝘁 𝗺𝙚__🤍✨
_ღ༎- অভিমান ভাঙাতে একমাত্র সেই জানে যে ছেড়ে যাওয়ার জন্য নয় থেকে যাওয়ার জন্য আসে"!!<𝟑☺️❤️‍🩹 
- কখনও যদি আমাদের ভু'ল বোঝাবুঝি হয়, দু'র'ত্ব না বাড়িয়ে কাছে টেনে নিও আমাকে!🤍😊 
মর্গের লাশটা ততটা ভয়ঙ্কর হয় না 💔
যতটা না ভয়ঙ্কর হয় বদলে যাওয়া মানুষগুলো..... 💔🥀😔 
_সে যে আমার হবে এই ব্যাপারটা অসম্ভব,সে যে আমার না,এটা মানতে পারাও অসম্ভব!💔😅 
তোমার প্রতি আমার অদ্ভুত মায়া , অথচ তোমার সাথে আমার কিছুই নেই ,না সম্পর্ক না যোগাযোগ 💔

নীরবতা নিয়ে কিছু উক্তি

লাইফে এমন কিছু মুহূর্ত আসে☺️☹️নীরব হয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকেনা..!!🙂🥀 
-যে মানুষটা হাজার ব্যস্ত থাকা সত্ত্বেও আপনাকে কখনো ব্যস্ততা দেখায়নি, সেই মানুষটা আপনাকে অসম্ভব রকমের ভালোবাসে.!😊🖤 
-আবেগ দিয়েই কেউ কাছে আসে ভালোবাসে, আবার সেই আবেগ দিয়েই একদিন কাঁদিয়ে চলে যায়.!😥💔 
মানুষকে হারানোর যন্ত্রনা সেই বোঝে যে একসময় কাউকে অসম্ভব ভালোবেসেও হারিয়ে ফেলেছিলো ❤️😌 
-আবেগের কোনো রং হয় না তবুও তা জীবনকে রঙিন করে তোলে, আবার মুহূর্তেই ধূসর করে দেয় এটাই হয়তো ভালোবাসার এক নির্মম বাস্তবতা.!🥺❤️‍🩹 
-কিছু কষ্ট শুধু চোখের জল হয়ে ঝরে না, বুকের গভীরে নীরব পাথর হয়ে জমে থাকে, এই ভার নিয়েই হাসতে হয়, চলতে হয়, আর প্রতিনিয়ত নিজেকে পোড়াতে হয়.!😥💔 
-কিছু কষ্ট এতোটাই গভীর যে, চোখের জলও তা প্রকাশ করতে পারে না.!😥💔 
বদলে যাইনি ঠিক আগের মতোই আছি, তবে কিছু আশা আকাঙ্ক্ষা থেকে নিজেকে ফিরিয়ে নিয়েছি!💔😅 
মানুষ বড়ই “অদ্ভুত”🙂
হাসলে বলে,,এতো হাসো কেন??
আর কাদলে…….!!!
𝐏𝐥𝐞𝐚𝐬𝐞 𝐒𝐭𝐨𝐩 𝐘𝐨𝐮𝐫 𝐃𝐫𝐚𝐦𝐚🥀💔🙂 
-‎নিজের উপর বিরক্ত হয়ে গেলে মানুষ ভিষণ অসহায় হয়ে পড়ে, কাউকে কিছু বলতে পারে না, কারণ নিজের বিরক্তির কারণ যখন আমি নিজেই.!😥💔 
নীরবতার মাঝে অনেক কথা লুকিয়ে রেখেছি..!!যেটা হয়তো কেউ বুঝতেও পারেনি ☹️😔আর কখনো পারবেও না..!!😔😞

দীর্ঘশ্বাস নিয়ে ক্যাপশন

-অভিমান জমতে জমতে একসময় ভালোবাসাটাই নষ্ট হয়ে যায়, হয়তো চাইলেও আর পূর্বের মতো ভালোবাসা যায় না.!😥💔 
-যতোবার কষ্ট পাই ততোবারই নিজেকে বোঝাই, এটাই হয়তো বাস্তবতা.!🥲 
যদি ভালো পেন্সিল না হতে পারো,,কারো সুখের গল্প লেখার জন্য!! 
তাহলে ভালো রাবার হও যেনো
কারো দুঃখ মুছে দিতে পারো😅🥀❤️‍🩹 
চোখ আর কপালের সম্পর্ক বড়োই অদ্ভুত, চোখে যেটা ভালো লাগে কপালে সেটা থাকে না..!💔😅 
-তোমার সাথে আমার আর দেখা হবেনা, শেষ বিদায়! আর দেখা হবেনা! কখনো না! এমন কষ্টের বিদায় কারো জীবনে না আসুক.!😥💔 
ফুলের সাথী প্রজাপতি চাঁদের সাথী তাঁরা কষ্টের সাথী কেউ হয় না এক মাত্র চোখের পানি ছাড়া😔😅 
হাসিখুশি চঞ্চল মানুষটা কেন যে হঠাৎ করে নিরব হয়ে গেলো, কেউ আর তাহার খুঁজ নিলো না!❤️‍🩹🙂 
-ভালোবাসার অন্য পিঠটা বড্ড বেশি কষ্টের, যেখানে একসময় হাসি ছিলো, আজ সেখানে শুধু দীর্ঘশ্বাস আর নীরব যন্ত্রণা.!😥💔

nirobota caption

গল্পটা শেষ হলেও, মানুষটা আমার খুব শখের ছিল শুধু আমি তার যোগ্য ছিলাম নাহ্..!😅💔 
একটা সম্পর্কের মাঝে দেওয়া সবচেয়ে দামি উপহার হলো, ব্যস্ততার মাঝেও সময় দেওয়া .!❤️‍🩹😇 
অদ্ভুত এক অসহায় বাক্য
আমারে ভূইলা যাইয়েন না..!💔😅 
বিশ্বাস ভেঙো না বলে আহাজারি করা মানুষ'টাই একদিন বিশ্বাস ভে'ঙে চলে যায়.! 🙂💔 
-ভালোবাসার প্রতিটি অনুভূতি এতোটাই ব্যক্তিগত যে, তা কখনো ভাষায় প্রকাশ করা যায় না, শুধু নীরবতাতেই তার গভীরতা বোঝা যায়.!😔💔 
ওরা কথার জালে মায়ায় পড়তে বাধ্য করে, অতঃপর সময় বুঝে! বহুদূরে হারিয়ে যায়..!🥺💔 
তোমার বিদায়ের কৌশলটা খুব সুন্দর ছিল ' মনে রাখবো জীবনের শেষ সময়টা পর্যন্ত.!💔🍂🎭 
-আসলে কেউ কাউকে কষ্ট দেয় না, আমরা নিজেরাই ভুল মানুষকে ভালোবেসে কষ্ট কিনে আনি.!😥💔 
যত্নে মানুষ, মানুষ হয়ে বাঁচতে চায়, 
অযত্নে মানুষ পাখি হয়ে উড়তে চায়! ❤️‍🩹 
~ বিশ্বাস ভেঙো না বলে আহাজারি করা মানুষ'টাই একদিন বিশ্বাস ভে'ঙে চলে যায়!💔😅 
আমি কতোই না চেষ্টা করে ছিলাম তোমায় ফেরাতে, তবে তুমি আর ফিরলে-বা কই!💔😅 
-যদি আমি একবার নিজেকে বদলে ফেলি, তাহলে তুমি আর কখনো সেই পুরনো আমিকে দেখতে পাবে না.!🙂💔

আরো পোস্ট পড়ুন: ভালোবাসা নিয়ে ক্যাপশন || ইমোশনাল স্যাড ক্যাপশন।


🌙 শেষে কিছু কথা:

সব অনুভূতির ভাষা হয় না,

আর সব কষ্টেরও চোখে জল আসে না।

তবে যারা বুঝে, তারা নিরবতাকেও পড়তে জানে।

তোমার মন যদি আজ কিছু বলতে না পারে,

তবে এই স্ট্যাটাসগুলো হয়তো তোমার পক্ষে বলবে...

নিরবতা কখনো দুর্বলতা নয় —

বরং তা এক ধরণের আত্মসম্মান,

যা শুধু সত্যিকারের হৃদয়ই ধারণ করতে পারে। 🕊️🖤


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url